উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা সংক্রান্ত প্রকল্পে রয়েছে কাজের সুযোগ।
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের তরফে নেওয়া হবে এই পদে। বিশেষ গবেষণায় কাজ করতে হবে জেআরএফকে। তিন বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। প্রথম দু’বছর জেআরএফ হিসাবে এবং শেষ বছর এসআরএফ হিসাবে কাজ করতে হবে। প্রথম দু’বছর ফেলোশিপ বাবদ ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। শেষ বছর প্রতি মাসে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান বিষয়ে মাস্টার অফ টেকনোলজি/ মাসটার অফ সায়েন্স ডিগ্রি থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি মেল করা দরকার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫ জানুয়ারি ’২৪ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ৫ তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদনপত্র মেল করা দরকার।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।