CU Recruitment 2024

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন কী ভাবে?

প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি মাসে ২৪,৮০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৫:৫১
CU

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি মাসে ২৪,৮০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ মলিকিউলার বায়োলজি/ জীববিজ্ঞান বিভাগে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।গবেষণাটি যত দিন চলবে তত দিন কাজের মেয়াদ থাকবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। তার জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন