NLC Jobs

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি, ৩০০-র বেশি শূন্যপদে হবে নিয়োগ

মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের ৫০ হাজার টাকা থেকে ২,৮০,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৪:৪৬
NLC India Limited.

এনএলসি ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এনএলসি ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-সহ বিভিন্ন বিভাগে মোট ৩৩২ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, অ্যাডিশনাল চিফ ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ম্যানেজার, ম্যানেজার এবং মেডিক্যাল অফিসার পদে কর্মখালি রয়েছে। পদের নিরিখে ৩০ থেকে ৫৪ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিধারী কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকরা পদের নিরিখে আবেদনের সুযোগ পাবেন। তবে, যাঁদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি আছে, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।

নিযুক্তদের ৫০ হাজার টাকা থেকে ২,৮০,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদনের পোর্টাল চালু রাখা হবে। আবেদনমূল্য ৮৫৪ টাকা। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement