NHPC Recruitment 2024

এনএইচপিসি এবং এনএইচডিসিতে ১১৮ জন কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

ট্রেনি অফিসার এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৬০,০০০-১,৮০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০
NHPC Limited

এনএইচপিসি লিমিটেড। সংগৃহীত ছবি।

একইসঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএইচডিসি) লিমিটেডে কর্মখালি। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনএইচপিসি লিমিটেডের তরফে। তাতে জানানো হয়েছে, উভয় সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

উভয় সংস্থায় নিয়োগ হবে ট্রেনি অফিসার (এইচআর), ট্রেনি অফিসার (পিআর), ট্রেনি অফিসার (ল’) এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১১৮। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে।

ট্রেনি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্য দিকে, সিনিয়র মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। ট্রেনি অফিসার এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৬০,০০০-১,৮০,০০০ টাকা।

ট্রেনি অফিসার (ল’) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রির তিন বা পাঁচ বছরের কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি। এ ছাড়াও প্রার্থীদের ২০২৩-এর ডিসেম্বরের ইউজিসি নেট বা ২০২৪-এর জুনের ইউজিসি নেট বা ক্ল্যাট (পিজি)-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও জরুরি।

বিভিন্ন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য এনএইচপিসি-র ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৬০০ টাকা। আগামী ৩০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন