National Library Recruitment 2023

লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়েছেন? ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে কাজের সুযোগ

নিয়োগের পর প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। প্রতি মাসে এই পদে নিযুক্তদের ২৫,০০০ টাকা বৃত্তিও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৮:০৭
National Library

ন্যাশনাল লাইব্রেরি সংগৃহীত ছবি।

কলকাতায় জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরিতে চাকরির সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় পারদর্শী এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্যই এই নিয়োগের আয়োজন করা হচ্ছে। কিছুদিন আগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জাতীয় গ্রন্থাগারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অফলাইনে চলছে আবেদন প্রক্রিয়াও।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে এলআইএস ইন্টার্ন পদে। মোট শূন্যপদ রয়েছে ২৫টি। নিযুক্তদের গ্রন্থাগারের রিডিং রুম, স্ট্যাক এরিয়া, ল্যাবরেটরি-সহ বিভিন্ন বিভাগে কাজের দায়িত্ব থাকবে। নিয়োগের দু’মাস পর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণের পর কাজের টার্গেটও থাকবে তাঁদের জন্য। এই পদে নিয়োগের পর প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।

আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিয়োগের পর প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। প্রতি মাসে এই পদে নিযুক্তদের ২৫,০০০ টাকা বৃত্তিও দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স থাকতে হবে। এ ছাড়া, এই পদের জন্য অহমিয়া, বাংলা, বোরো, ডোগরি, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কাণি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মরাঠি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধ্রি, তামিল, তেলুগু বা উর্দু ভাষার মধ্যে যে কোনও ভাষায় পারদর্শিতাও থাকতে হবে।

আগ্রহীদের এই পদে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর এই পদে প্রার্থীদের মাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে মেধার ভিত্তিতে বাছাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের জাতীয় গ্রন্থাগারের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন