এনসিআরটিসি। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (এনসিআরটিসি)-এ চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মেইনটেইনার নিয়োগ করা হবে। সব ক’টি পদ মিলিয়ে ৭২ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্রোগ্রামিং অ্যাসোসিয়েট পদে ২২,৮০০ টাকা থেকে ৭৫,৮৫০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি-তে ডিপ্লোমা থাকা চাই। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ২০,২৫০ টাকা থেকে ৬৫,৫০০ টাকার মধ্যে বেতন হবে। ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি/ হোটেল ম্যানেজমেন্টে স্নাতক হওয়া চাই। জুনিয়র মেইনটেইনার পদে বেতন ১৮,২৫০ টাকা থেকে ৫৯,২০০ টাকার মধ্যে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের শংসাপত্র থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
এনসিআরটিসি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে এনসিআরটিসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।