WB Govt Job Recruitment 2023

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ, কোন পদের জন্য?

নিউরো সার্জারি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি বিভাগে এই পদে কর্মী নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৩
Malda Medical College and Hospital

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। ছবি: সংগৃহীত।

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে কর্মী। নিউরো সার্জারি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি বিভাগে এই পদে নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে তিনটি। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে, তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। ওই দিন প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় বেলা আড়াইটের মধ্যে পৌঁছে যেতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন