প্রতীকী ছবি।
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ওই নিয়োগ হবে।
আইবিপিএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নেওয়া হবে। বার্ষিক সিটিসি হবে ১৩.৫০ লক্ষ টাকা। কর্মস্থল মুম্বইতে।
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে। অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউ এর তারিখ: ৭ জানুয়ারি ২০২৫।
রিপোর্টিং এবং রেজিস্ট্রেশনের সময়: সকাল ৯টা থেকে সকাল ১০টা।
ইন্টারভিউয়ের ঠিকানা: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন, আইবিপিএস হাউস, ৯০ ফিট ডিপি রোড, ঠাকুর পলিটেকনিকের পিছনে, কান্দিভালি (পূর্ব), মুম্বই ৪০০১০১।
নিয়োগ পদ্ধতি: নথি যাচাইকরণ, মেধাতালিকা, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
কী কী নথি জানতে এবং এ বিষয়ে সবিস্তার তথ্য ও শর্তাবলি দেখতে আইবিপিএস-এর অফিশিয়াল ওয়েবসাইট www.ibps.in দেখে নিন।