IIEST Shibpur Recruitment 2023

শিক্ষক নিয়োগ করা হবে শিবপুরের আইআইইএসটিতে, নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৭
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে শিক্ষকতার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের একটি স্কুলের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি সে কথা জানিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে অস্থায়ী ভাবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (এসওএমএস)-এর জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ফ্যাকাল্টি বা শিক্ষক পদে। সংশ্লিষ্ট স্কুলে মার্কেটিং ম্যানেজমেন্ট, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এবং এথিক্স বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি। এই পদে প্রাথমিক ভাবে একটি সেমেস্টারের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। তবে সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক পাঁচটি সেমেস্টার পর্যন্ত করা হতে পারে।

এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের পাশাপাশি পিএইচডিও থাকতে হবে। যাঁদের উল্লেখযোগ্য অ্যাকাডেমিক রেকর্ড, প্রকাশিত গবেষণাপত্র, পেটেন্ট, পেশাদারি অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, গবেষণার অভিজ্ঞতা বা পোস্ট ডক্টরাল যোগ্যতা থাকবে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের পরিমাণ হবে ৭৫,০০০ টাকা প্রতি মাসে।

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর পর সেটি পূরণ করে অন্যান্য নথি-সহ তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায়। ওই দিন সমস্ত নথি সঙ্গে নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement