ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। ছবি: সংগৃহীত।
ইসরোতে চাকরির সুযোগ। এই মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার, নার্স এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ ৪১। পদের নিরিখে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার পদের জন্য রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিওইনফরমেটিক্স, আরবান প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। সঙ্গে পদার্থবিদ্যা, গণিত, উদ্ভিদবিদ্যা, ইকোলজি, ফরেস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, এগ্রিকালচার কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মেডিক্যাল অফিসার পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি এবং দু’বছরের পেশাদার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। নার্স পদের জন্য জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরিতে তিন বছরের ডিপ্লোমা করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পদের ক্ষেত্রে কেন্দ্র কিংবা রাজ্য সরকারি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, এমনটাই প্রতিষ্ঠানের তরফে শর্ত রাখা হয়েছে।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। উল্লিখিত বিষয়ে ৬০ শতাংশের বেশি নম্বর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে থাকা আবশ্যক। পদের নিরিখে ৬৫,৫৫৪ টাকা থেকে ৮১,৯০৬ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে, সঙ্গে ৭৫০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে।
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কলকাতা, নাগপুর, মুম্বই, নয়া দিল্লি-সহ মোট ১০টি শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। পরীক্ষার জন্য যে প্রার্থীদের বেছে নেওয়া হবে, তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। উল্লিখিত পদে নিয়োগের পর বেঙ্গালুরু, কলকাতা, নয়া দিল্লি-সহ ইসরোর বিভিন্ন স্টেশনে কাজ করার সুযোগ দেওয়া হবে।