Jobs for engineers

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

ডিপ্লোমা টেকনিশিয়ান হিসাবে চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। আবেদন গ্রহণ করা হবে ডাকযোগে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৪:১৪
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে এক নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের ডিপ্লোমা টেকনিশিয়ান হিসাবে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আটটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তাঁদের অসমের তেজপুর এবং মিসামারিতে কাজ করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক ৫৭ হাজার টাকা।

পদপ্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষা এবং প্রি এমপ্লয়মেন্ট মেডিক্যাল এগজ়ামিনেশনের মাধ্যমে যাচাই করা হবে। তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য তেজপুর কিংবা বেঙ্গালুরু দফতরে উপস্থিত থাকতে হবে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ৪ নভেম্বর পর্যন্ত ওই আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বরের তথ্য জমা দেওয়া আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন