DPL Recruitment 2024

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে কর্মখালি, কোন পদে নিয়োগ?

কেন্দ্রীয় কিংবা রাজ্যস্তরের সংস্থায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ১৫:৩৮
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড।

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড। ছবি: সংগৃহীত।

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে চাকরির সুযোগ। চলতি মাসের শুরুতে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে পুনরায় আবারও প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি। যেখানে বৃদ্ধি করা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির এই সুযোগ। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে।

Advertisement

ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিমাসের বেতনক্রম ১,৫৬,৫০০-২,১০,৮০০ টাকার মধ্যে হবে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর সঙ্গে জেনারেল ম্যানেজার পদে পাঁচ বছরে এবং দু’বছর ডিরেক্টর/ এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব মিলিয়ে কেন্দ্রীয় কিংবা রাজ্যস্তরের সংস্থায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রার্থীকে প্রথমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। তবে, মেল করলেও হবে। ৩০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন