WB Govt Job Recruitment 2023

বিষ্ণুপুরে একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন কত?

ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১৫:২১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি নার্স পদে রয়েছে কাজের সুযোগ। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। প্রতিটি পদে আবেদনের যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

প্রতি মাসে কোন পদে কত বেতন?

ব্লক এপিডেমিওলজিস্ট এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: ৩৫ হাজার টাকা

ব্লক ডেটা ম্যানেজার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২২ হাজার টাকা

মেডিক্যাল অফিসার: ৬০ হাজার টাকা

স্টাফ নার্স: ২৫ হাজার টাকা

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান: ১৩ হাজার টাকা

অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ১৮ হাজার টাকা

কমিউনিটি নার্স: ২৫ হাজার টাকা

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে তার আগে নথি যাচাইকরণ হবে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। আবেদনপত্র সংগ্রহের জন্য বাঁকুড়ার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তিটি থেকেই জানা যাবে।

আরও পড়ুন
Advertisement