BU Course 2024

প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক শেখাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, মিলবে হাতেকলমে প্রশিক্ষণও

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের তরফে একটি সাত দিনের কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬
Burdwan University.

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

প্ল্যান্ট টিস্যু কালচার শিখতে চান? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের তরফে এই কোর্সটি করানো হবে। সাত দিনের এই কোর্সটি বায়োটেকনোলজি বা সমতুল্য নিয়ে পাঠরত স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, গবেষক এবং কর্মরত ব্যক্তিরা করতে পারবেন।

Advertisement

কোর্সের মাধ্যমে প্ল্যান্ট টিস্যু কালচার বিষয়টির প্রয়োগ, কার্যকারিতা, স্টেরিলাইজ়েশন, ক্যালাস ইন্ডাকশন, শ্যুট মাল্টিপ্লিকেশন সম্পর্কিত বিষয় শেখানো হবে। একই সঙ্গে কী ভাবে এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে হাতেকলমে কাজ করা হয়, তাও শেখাবেন বিশেষজ্ঞেরা।

মোট সাত দিনের এই কোর্সের ক্লাস শুরু হবে ৭ জানুয়ারি। প্রতিদিন সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত ক্লাস চলবে। থিয়োরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। কোর্সের শেষ দিন ১৩ জানুয়ারি। কোর্স ফি হিসাবে জমা দিতে হবে চার হাজার টাকা। কোর্স সম্পূর্ণ হওয়ার পর অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন।

আবেদনকারীদের মেধা এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। অনলাইনে ইমেল মারফত আবেদন করা যাবে ৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা এই বিষয়ে আরও জানতে চাইলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন