DRDO Recruitment 2024

ডিআরডিও-তে কর্মখালি, ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ

রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনস্থ দফতরে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতি মাসে ওই কাজের জন্য সর্বাধিক ৬৭ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১৪:০১
DRDO - ITR.

ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর তরফে এমন প্রার্থী প্রয়োজন। প্রতিষ্ঠানের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তরদের জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে বেছে নেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে, আবেদনের শেষ দিন কবে, কী ভাবে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে রইল সবিস্তার তথ্য।

Advertisement

মোট তিনটি শূন্য পদে উল্লিখিত বিভাগে কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি শাখায় স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। স্নাতকরাও আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। শূন্য পদ দু’টি।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি শেষ করেছেন, এমন প্রার্থীদেরই বেছে নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং অন্তত তিন বছর গবেষণা, শিক্ষকতা কিংবা ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন, এমন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাও আবেদন জানাতে পারবেন। শূন্য পদ একটি।

আগ্রহীদের ইমেল মারফত আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ জীবনপঞ্জি জমা দিতে হবে। আবেদন গৃহীত হবে ১২ জুন পর্যন্ত। অনলাইন কিংবা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন