বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।
ন্যাচরাল কিংবা এগ্রিকালচারাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা কাজের সুযোগ পেতে পারেন বসু বিজ্ঞান মন্দিরে। সদ্যই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
তবে মাস্টার্স অফ ভেটেরিনারি সায়েন্স যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। যদিও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে আগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
একই সঙ্গে প্রার্থীর মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। যে প্রকল্পে কাজ করতে হবে, তাতে আর্থিক অনুদান দেবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)।
আগ্রহীদের ডাকযোগে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২৬ জুন পর্যন্ত। ২৭ জুন বসু বিজ্ঞান মন্দিরের সেমিনার রুমে ইন্টারভিয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বিশদে জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।