BCKV Recruitment 2024

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, অষ্টম পাশেই করা যাবে আবেদন

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হওয়া চাই। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:১৫
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-এ কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

পিয়ন পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৯,০৩৪ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হওয়া চাই। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

নদিয়ায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আগামী ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য তথ্য নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটিতেই এই বিষয়ে বিশদ তথ্য রয়েছে।

আরও পড়ুন
Advertisement