বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক শিক্ষক পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদ বা আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত নিয়ম মেনেই।
আগামী ৪ মার্চ দুপুর ১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে দুপুর সাড়ে ১২টার মধ্যে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।