Govt Jobs in Nursing 2025

নার্সিং টিউটর নিয়োগ করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, কোথায় হবে কর্মস্থল?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:১৪
IISCO Steel Plant, Burnpur.

বার্নপুরের ইসকো স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।

নার্সিং টিউটর পদে কর্মী নিয়োগ করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বার্নপুরের ইসকো স্টিল প্লান্টের নার্সিং ট্রেনিং স্কুলে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে নার্সিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি) কিংবা স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল (এসএনআরসি)-এ তাঁদের নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।

উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে তাঁদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, আগ্রহীরা তার আগে ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে আবেদন পাঠানোর শেষ দিন ৮ মে। ৯ মে ইন্টারভিউ নেওয়া হবে। এর জন্য প্রার্থীদের ইসকো স্টিল প্লান্টের কনফ্লুয়েন্স নামক সভাঘরে উপস্থিত থাকা প্রয়োজন। কী কী নথি সঙ্গে রাখতে হবে, এ বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন