JRF Recruitment 2024

যাদবপুরের কেন্দ্রীয় সংস্থায় কর্মী নেওয়া হবে, প্রোগ্রামিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন

নেট-গেট উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তরা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২
Indian Association For the Cultivation of Science.

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ছবি: সংগৃহীত।

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য একটি শূন্যপদ রয়েছে। ওই পদে নিযুক্তকে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথামেটিক্যাল কম্পিউটিং— বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। একই সঙ্গে টেনসর ফ্লো, পাইটর্চের মধ্যে প্রোগ্রামিংয়ের জ্ঞান এবং ডিপ লার্নিং, মেশিন লার্নিং-এর মতো বিষয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।

এর সঙ্গে প্রার্থীর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট)-এর বৈধ স্কোর থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজের মেয়াদ ১০ মার্চ, ২০২৫ পর্যন্ত।

আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদনের নিরিখে বাছাই করা ব্যক্তিদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন