News Of The Day

চাকরিহারারা কোন পথে। ট্রাম্প বনাম চিন-ইউরোপের শুল্কযুদ্ধ। আইপিএলে কোহলিদের ম্যাচ। আর কী কী

বুধবার চাকরিহারাদের বিক্ষোভের সময়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশও স্বীকার করেছে ‘হালকা বলপ্রয়োগের’ কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চাকরি বাতিলের জেরে স্কুলগুলির অবস্থা কেমন, চাকরিহারারা কোন পথে

Advertisement

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি চাকরিহারাদের পাশে থাকবেন। তিনি তাঁদের স্কুলে ফেরার জন্য পরামর্শ দিয়েছেন। কেউ কেউ স্কুলে গেলেও বাকিরা মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। এরই মধ্যে বুধবার চাকরিহারাদের বিক্ষোভের সময়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশও স্বীকার করেছে ‘হালকা বলপ্রয়োগের’ কথা। ওই ঘটনার পর প্রতিবাদকে আরও জোরালো করতে চাইছেন চাকরিহারারা। আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা। দুপুর ১২টায় ওই মিছিল শুরু হওয়ার কথা। শুক্রবারও সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

চিন ছাড়া সকলকে ৯০ দিনের স্বস্তি, কোন পথে ট্রাম্পের শুল্কনীতি

চিন ছাড়া বাকি সব দেশের পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ওই দেশগুলির মধ্যে বেশির ভাগের পণ্যের উপরেই প্রাথমিক ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকছে। বাকি দেশগুলিকে ছাড় দিলেও চিনের ক্ষেত্রে কোনও রেয়াত করেননি ট্রাম্প। বরং চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করেছেন তিনি। চিনা পণ্যে ১২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছে আমেরিকা। বুধবারই মার্কিন পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করে মোট ৮৪ শতাংশ হারে শুল্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হওয়ার কথা। ট্রাম্পের নয়া সিদ্ধান্ত কি চিনকে দমাতে পারবে? চিনের পাশাপাশি বৃহস্পতিবার নজর থাকবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির দিকেও। তারাও সয়াবিন, মোটরসাইকেল-সহ বেশ কিছু মার্কিন পণ্যে শুল্ক চাপানোর ভাবনাচিন্তা শুরু করেছিল। ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখায় আলোচনার টেবিলে কি বসতে রাজি হবে ইউরোপ? আজ নজর থাকবে সে দিকেও।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে কোহলিদের ম্যাচ, বেঙ্গালুরু মুখোমুখি দিল্লির

আইপিএলে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সামনে দিল্লি ক্যাপিটালস। এ বার শুরুটা ভাল হয়েছে দুই দলেরই। বেঙ্গালুরু চারটি ম্যাচের একটিতে হেরেছে। অন্য দিকে দিল্লি এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। এটি অক্ষর পটেলদের চতুর্থ ম্যাচ। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

অবশেষে কব্জায় তাহাউর, কোথায় রাখা হবে ২৬/১১-র অন্যতম চক্রীকে

প্রত্যর্পণকে কেন্দ্র করে দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে তাহাউর রানাকে কব্জায় পেয়েছে ভারত! ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউরকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রানা আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিলেন তিনি। অভিযোগ, পাক বংশোদ্ভূত সন্ত্রাসবাদী হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন তাহাউর। কুখ্যাত জঙ্গির জন্য দিল্লি ও মুম্বইয়ের কয়েকটি জেলে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে, প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহ রানাকে এনআইএ-র হেফাজতে রাখা হবে। দেশে নিয়ে আসার পর তাঁকে কোথায় রাখা হচ্ছে, সে দিকে নজর থাকবে আজ।

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে, ঝড়ের সম্ভাবনা কোথায়

চৈত্রেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্য। বেলা গড়াতেই অস্বস্তি বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়। উত্তর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত। আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ রাজ্যের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন