Suvendu Adhikari

Bengal Polls: নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়ে হামলা, ইট ছোড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা সাতেঙ্গাবাড়িতে

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘সংবাদমাধ্যম সব দেখেছে। আমার গাড়িতে কিছু হয়নি। রোজ হামলা হয়। আমার অভ্যাস হয়ে গিয়েছে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৩:০৮
সাতেঙ্গাবাড়িতে গাড়ি ভাঙচুর।

সাতেঙ্গাবাড়িতে গাড়ি ভাঙচুর।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার নন্দীগ্রামের ১ নম্বর ব্লক লাগোয়া ২ নম্বর ব্লকের সাতেঙ্গাবাড়ি এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তবে শুভেন্দুর নিরাপত্তরক্ষী এবং কেন্দ্রীয় বাহিনী তৎপর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছু ক্ষণের মধ্যেই। জানা গিয়েছে, গাড়ি নিয়ে বিভিন্ন বুথে ঘুরছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু। বিজেপি-র অভিযোগ সাতেঙ্গাবাড়ি এলাকায় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ইট ছোড়েন তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘সংবাদমাধ্যম সব দেখেছে। আমার গাড়িতে কিছু হয়নি। রোজ হামলা হয়। আমার অভ্যাস হয়ে গিয়েছে।’’

Advertisement

‘হট সিট’ নন্দীগ্রামে গনগনে উত্তাপ। সকাল থেকেই একের পর এক গোলমালের খবর আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে। তবে কোনও গোলমালই বড় আকার নেয়নি। বৃহস্পতিবার ১৪৪ ধারার মধ্যেই সোনাচূড়া ও কালীচরণপুর গ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়েও উত্তাপ ছড়িয়েছে। দুপর ১২টা নাগাদ ইট ছোড়া হয় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে।

বৃহস্পতিবার সকালেই নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের ৭৬ নম্বর বুথে ভোট দেন শুভেন্দু। এর পরে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। সেই সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আন্টি’ বলে কটাক্ষও করেন তিনি। তবে তৃণমূল নানা অভিযোগ তুললেও শুভেন্দু নিজেই কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, “কোনও অভিযোগ নেই। দুটো একটা জায়গায় যে গোলমাল হচ্ছে সে খবর আমি আগেই পেয়ে যাচ্ছি। ওদের ভিতরে এখনও আমার লোক আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement