গ্রাফিক: শৌভিক দেবনাথ।
লোকসভা ভোটে পেয়েছিল মাত্র পাঁচটি আসন। সেই দলই এ বার ৩৫টি আসনে এগিয়ে। আজমগড়ে এসপি প্রার্থী ধর্মেন্দ্র যাদব তাঁর নিকটতম প্রার্থী, বিজেপির দীনেশ লালের থেকে ৪৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
বাংলার ৪২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। দুপুর দেড়টা পর্যন্ত যে ফলাফল দেখা যাচ্ছে, তাতে ১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একটিতে কংগ্রেস।
দুপুর দেড়টা পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ২৪৩টি আসনে। কংগ্রেস ৯৫ এবং অন্যান্য ২০৫টি আসনে এগিয়ে।
বলা হয়, উত্তরপ্রদেশ যার দিল্লি তার। ভোটের গণনার শুরু থেকেই বিজেপি এবং ইন্ডিয়া জোটের টানটান লড়াই চোখ পড়েছে। ৮০ আসনের উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। ৩৭টি আসনে এগিয়ে এসপি। কংগ্রেস ছ’টি এবং রাষ্ট্রীয় লোকদল দু’টি আসনে এগিয়ে আছে।
এ বারের লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল। সাত দফার ভোট শেষ হয় ১ জুন। মঙ্গলবার ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তার পর ইভিএমে পড়া ভোটের গণনা। রাউন্ড যত এগোচ্ছে, এনডিএ জোট বনাম ‘ইন্ডিয়া’র লড়াই তত জোরালো হচ্ছে।