ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার। — নিজস্ব চিত্র।
ব্রিগেড থেকে ‘খেলা হবে’ স্লোগান দিলেন মমতা। বললেন, ‘‘আমি বলব ‘খেলা হবে’, আপনারা বলবেন ‘জিততে হবে’। ’’ জাতীয় সঙ্গীত গেয়ে সভা শেষ করতে বললেন মমতা।
জুন মালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজাতা মণ্ডল খাঁ, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শর্মিলা সরকার, অরূপ চক্রবর্তী, কালীপদ সোরেন, দীপক অধিকারী (দেব), উত্তম বারিক, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, হাজি নুরুল ইসলাম, কাকলি ঘোষ দস্তিদার, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, মহুয়া মৈত্র, আবুতাহের খান, ইয়ুসুফ পাঠান, খলিলুর রহমান, শাহনাওয়াজ আলি রাইহান, আইপিএস প্রসূণ ব্যানার্জি, নির্মলচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বাসুরিয়া, কৃষ্ণ কল্যাণী, বিপ্লব মিত্র, গোপাল লামা, সাজদা আহমেদ, শান্তিরাম মাহাতো, মিতালী বাগ, পার্থ ভৌমিক, অসিতকুমার মাল, প্রতিমা মণ্ডল, প্রকাশ চিক বরাইক।
শান্তিরাম মাহাতো
অসিতকুমার মাল
বাপি হালদার
প্রতিমা মণ্ডল
পার্থ ভৌমিক
প্রকাশ চিক বরাইক
সাজদা আহমেদ
মিতালী বাগ
জুন মালিয়া
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সুজাতা মণ্ডল খাঁ
শতাব্দী রায়
শত্রুঘ্ন সিনহা
বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ
বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার
অরূপ চক্রবর্তী
কালীপদ সরেন
দীপক অধিকারী (দেব)
উত্তম বারিক