Lok Sabha Election 2024

বালুরঘাটে তৃণমূলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে যোগ বেশ কয়েক জন তৃণমূল কর্মীর

বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল নেতা দাবি করেন, জেলার ছেলে সুকান্ত মজুমদারের কারণেই তাঁরা বিজেপিতে যোগ দিলেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ২০:০৬
সুকান্তের হাত ধরে দলবদল।

সুকান্তের হাত ধরে দলবদল। — নিজস্ব চিত্র।

ভোটের ঠিক আগে ধাক্কা তৃণমূলে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েক জন কর্মী। তার মধ্যে রয়েছেন বালুরঘাট পুরসভার একটি ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিও।

Advertisement

ভোটের মুখে বালুরঘাট শহরে তৃণমূলের সংগঠনে ধাক্কা দিল বিজেপি। লোকসভা ভোটের সাত দিন আগে বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার এবং আরও কয়েক জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। রঞ্জিতের দাবি, বালুরঘাটের ছেলে সুকান্ত গোটা রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন। সেই কারণেই তাঁদের বিজেপিতে যোগদান। যদিও পাল্টা প্রশ্ন উঠছে, সুকান্ত তো বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে!

যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত-সহ জেলা বিজেপির অন্যান্য পদাধিকারী। সুকান্ত বলেন, ‘‘যাঁরা যোগদান করলেন, তাঁরা নরেন্দ্র মোদীর কাজ দেখে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে বালুরঘাট শহরে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবে।’’ বিজেপিতে যোগ দিয়ে রঞ্জিত বলেন, ‘‘তৃণমূলে যাঁরা কাজ করেন তাঁরা যোগ্য সম্মান পান না। নতুনেরা পদ পায়। এ ছাড়াও বালুরঘাটের রেলের উন্নয়নের ক্ষেত্রে সুকান্ত মজুমদারের অবদান এবং বালুরঘাটের ছেলে গোটা রাজ্যকে নেতৃত্ব দিচ্ছে, সেই কারণেই বিজেপিতে যোগদান করা। আমরা চাই আগামী দিনে জেলার আরও উন্নয়ন হোক এবং সুকান্ত মজুমদারের হাত ধরেই হোক।’’

যদিও দলবদলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা সুভাষ চাকী বলেন, ‘‘যাঁরা যোগদান করেছেন, তাঁরা দলের হয়ে সে ভাবে কোনও কাজই করতেন না। বিগত কয়েকটি ভোটে তাঁরা বিজেপির হয়েই কাজ করেছেন। এ জন্য তাঁদের সতর্ক করা হয়েছিল। এ বার তাঁরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করায় তৃণমূল কোনও ক্ষতিই হবে না।’’

আরও পড়ুন
Advertisement