sikkim

ভোট-যুদ্ধের জন্য তৈরি সিকিম

দু’পক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং।

Advertisement
সংবাদ সংস্থা
গ্যাংটক শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ০৬:৩৩

—প্রতীকী ছবি।

পরিবর্তন না প্রত্যাবর্তন? রাজ্য বিধানসভা ভোটের আগে দিন গুনছে হিমালয়ের কোলে ছোট্ট রাজ্য সিকিম।

Advertisement

দু’পক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং।

রাজ্য বিধানসভার ভোটের জন্য সব দলই পুরো দস্তুর আসরে নেমে পড়েছে। ৩২ আসনের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৪৭ জন প্রার্থী। ৫ জন প্রার্থী ইতিমধ্যেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মূল লড়াই সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং বিজেপিকে নিয়ে গঠিত এনডিএ বনাম সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের মধ্যে। রয়েছে কয়েকটি ছোট আঞ্চলিক দলও। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল। এ বারেও রাজ্যে ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট। পাল্টা চামলিং ও তাঁর দলের দাবি, গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে।

গ্যাংটক জেলার ৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ জন। সোরেং জেলার ৪টি আসনের মধ্যে সোরেং-চাকুং আসনে লড়ছেন মুখ্যমন্ত্রী তামাঙ নিজে। তিনি পাকিয়ং জেলার রেনক আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই জেলার পাঁচটি আসনের মধ্যে নামচিবাং আসনে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চামলিং। পোকলোক কামরাং আসনেও তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

রাজ্যের একটি মাত্র লোকসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৪ জন প্রার্থী। মূল লড়াই অবশ্যই এনডিএ বনাম এসডিএফ-এর মধ্যে।

আরও পড়ুন
Advertisement