NIA attacked in Bhupatinagar

তৃণমূল দেশের আইন এবং সংবিধানকে তছনছ করছে! এনআইএ এবং ইডি কেন আক্রান্ত? তোপ প্রধানমন্ত্রীর

ভূপতিনগরে এনআইএ হানা এবং তাদের উপর হামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ সূত্রে খবর, শনিবারই ভূপতিনগর থানায় ফোন করে ঘটনার কথা জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চাওয়া হয় রিপোর্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৫:৪৩
NARENDRA MODI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

ভূপতিনগরকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জনসভা থেকে এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে নিশানা করে মোদী বললেন, ‘‘দেশের আইন এবং সংবিধানকে তছনছ করছে।’’ মোদী আরও বলেন, ‘‘এই ভোটে তৃণমূলকে শিক্ষা দেওয়া দরকার।’’ সন্দেশখালিকাণ্ড থেকে ভূপতিনগরে সম্প্রতি এনআইএর ‘আক্রান্ত’ হওয়ার ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

২০২২ সালের ভূপতিনগর বিস্ফোরণের মামলার তদন্তে শনিবার ওই এলাকায় যায় এনআইএ। স্থানীয় দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলার পরেই এনআইএর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবারই ভূপতিনগর থানায় হামলার লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। তবে সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তার মধ্যেই শনিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত এক তৃণমূল নেতার পরিবার। এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এ নিয়ে রাজনৈতিক চাপানউতর চলছে। তৃণমূলের দাবি, ভোটের মুখে এনআইএর তদন্ত হচ্ছে বিজেপির নির্দেশে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেন ওই গত ২৬ মার্চ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিংহের সঙ্গে বৈঠক করেন। সেখানে তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে তদন্তের দাবি করেছে তারা। পাল্টা বিজেপির জিতেন্দ্র মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার ভূপতিনগরের ঘটনায় সেখানকার থানায় ফোন আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই সূত্র এ-ও জানাচ্ছে, এনআইএর উপর আক্রমণ নিয়ে রিপোর্ট চেয়েছে শাহের মন্ত্রক। পাশাপাশি, পুলিশের তরফে জানানো হয় ওই ঘটনায় পুলিশের তরফে কোনও গাফিলতি হয়নি। বরং এনআইএ যে এফআইআর দায়ের করেছে, তার ভিত্তিতে তদন্ত করছে তারা। মোদী বলেন, ‘‘এই ভোটে তৃণমূলকে সবক শেখানো খুব জরুরি। এক একটি বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে।’’ তাঁর সংযোজন, ‘‘তৃণমূল চায় ওদের গুন্ডাদের সন্ত্রাস করার লাইসেন্স মিলুক। তদন্তকারীরা তদন্ত করতে গেলে ওদের উপর হামলা করে। অন্যদের দিয়ে হামলা করায়। আইন এবং সংবিধানকে নষ্ট করার দল। সন্দেশখালিতে আপনারা দেখেছেন, কী হয়েছে। এখানে প্রত্যেক ঘটনায় আদালকে হস্তক্ষেপ করতে হয়।’’ প্রধানমন্ত্রীর সংযোজন, ‘‘দুর্নীতি মামলায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আমি পরামর্শ নিচ্ছি, কী ভাবে ওই টাকা বঞ্চিতদের ফেরত দেওয়া যায়। বেচারা শিক্ষকেরা চাকরির জন্য টাকা দিয়েছেন। আমি ওঁদের টাকা ফেরত দেব।’’

আরও পড়ুন
Advertisement