Modi in North Bengal

উত্তরবঙ্গের সব বুথে পদ্ম ফোটাতেই হবে, শিলিগুড়ির সমাবেশ থেকে আশ্বাস চাইলেন মোদী

শিলিগুড়ির সভাতেও নরেন্দ্র মোদীর বক্তৃতায় সন্দেশখালির ‘নারী নির্যাতন’। তুললেন ১০০ দিনের কাজের টাকার প্রসঙ্গও। বললেন, ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের দেওয়া টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:৫২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার। শিলিগুড়ির জনসভায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার। শিলিগুড়ির জনসভায়। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:৪২ key status

উত্তরবঙ্গের সব বুথে পদ্ম: মোদী

উত্তরবঙ্গের সব বুথে পদ্মফুল ফোটাতে হবে, বললেন প্রধানমন্ত্রী মোদী। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:৪০ key status

মোদীর মুখে ‘ভাতিজা’! কাকে আক্রমণ প্রধানমন্ত্রীর?

পরিবারতন্ত্র নিয়ে বলতে গিয়ে ‘ভাতিজা’ নিয়ে মন্তব্য মোদীর। প্রধানমন্ত্রী বললেন, তৃণমূল ভাবে ভাইপোর কথা, কংগ্রেস ভাবে পরিবারের কথা। সাধারণ মানুষের কথা শুধু বিজেপি ভাবে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:৩৫ key status

চা-বাগানের শ্রমিক এবং কৃষকদের জন্য বহু কাজ হয়েছে: মোদী

চা-বাগানের শ্রমিক এবং চা-চাষিদের জন্য বিজেপি সরকার বহু কাজ করেছে। যার হাত ধরে ২৫ হাজার মানুষ দারিদ্র কাটিয়ে উঠেছে। কিন্তু পরিবারতন্ত্রের পন্থীরা তা আপনাদের পেতে দেয় না। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:৩০ key status

বিকশিত ভারতে রামমন্দিরের উদ্বোধন হয়েছে: মোদী

বিকশিত ভারতে রামমন্দিরের উদ্বোধন হয়েছে বলে জানালেন মোদী।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:২৮ key status

প্রতি পদে বাংলার মানুষকে লুটছে তৃণমূল: মোদী

মোদী বললেন প্রতি পদে বাংলার মানুষের টাকা লুট করছে তৃণমূল। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:২৮ key status

১০০ দিনের কাজের টাকা নিয়ে বললেন মোদী

১০০ দিনের কাজের টাকা দিল্লি থেকে পাঠানো হয়। কিন্তু তৃণমূল সরকার তোলাবাজদের পয়সা দেওয়ার জন্য ভুয়ো জবকার্ড বানিয়ে রেখেছে। মোদী সরকার গরিবের টাকা আটকে যাবে ভেবে সেই টাকাও দিয়ে দেয়, বললেন মোদী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:২৬ key status

বিনামূল্যে রেশনও আটকে দেয় তৃণমূল: মোদী

বিনামূল্যে রেশনের সুবিধাও পেতে দেয় না তৃণমূল সরকার, বললেন মোদী। জানালেন, এঁদের মন্ত্রীই রেশন কেলেঙ্কারি করে। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:২৪ key status

পাহাড়কে গুরুত্ব দেয়নি তৃণমূল: মোদী

পাহাড়কে গুরুত্ব দেয়নি তৃণমূল। ওরা জমি দখল করতে ব্যস্ত ছিল, বললেন মোদী।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:২৩ key status

তৃণমূল সরকার উজ্জ্বলার সুবিধা পেতে দেয় না: মোদী

তৃণমূল সরকার উজ্জ্বলার সুবিধা পেতে দেয় না, ১৪ লক্ষ মহিলাকে এই রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করে বলে জানালেন মোদী। এখন রান্নার গ্যাস আরও ১০০টাকা সস্তা করে দিয়েছি। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:১৮ key status

চা-বাগানের এলাকার মানুষকে এক চা-ওয়ালার প্রণাম: মোদী

চা-বাগানের এলাকার মানুষকে এক চা-ওয়ালার প্রণাম, মঞ্চে উঠে বললেন মোদী। জানালেন, পরিবারের কাছে আসতে পেরে ভাল লাগছে। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:১৭ key status

মঞ্চে বলতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলা ময়দানে খুলে কথা বলবেন বলেছিলেন। কী বলবেন মোদী?

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৭:১৬ key status

মঞ্চে মোদী-অভিজিৎ সাক্ষাৎ

জনসভার মঞ্চে এলেন মোদী। তাঁর সঙ্গে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি ‘নেতা’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচয় করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। হাত মেলালেন দু’জনে। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৫:৪৪ key status

‘নো ভোট টু তৃণমূল’, ডাক দিলেন বিজেপি ‘নেতা’ অভিজিৎ

তৃণমূলকে একটি ভোটও নয়— স্লোগান দিলেন বিজেপি ‘নেতা’ অভিজিৎ। বললেন, ৪২-এ ৪২ পেতে হবে আমাদের। এখানেই শপথ নিন আপনারা।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৫:৪২ key status

তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে: অভিজিৎ

তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে বলে জানতে পারছি। আমাদের তৃণমূলকে সম্পূর্ণ রূপে ভেঙে দিতে হবে। যাতে ২০২৬ সালের বিধানসভা ভোটে আর ওরা দাঁড়াতে না পারে, বললেন অভিজিৎ।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৫:৪০ key status

প্রাক্তন খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই জেলে: অভিজিৎ

অভিজিৎ বললেন, এই দুর্বৃত্তদের দলের প্রাক্তন খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই জেলে। একটা ভোটও দেবেন না তৃণমূলকে।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৫:৩৯ key status

মঞ্চে বক্তৃতা দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মঞ্চে বক্তৃতা দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসকদল তৃণমূলকে দুর্বৃত্ত দল বলে আক্রমণ করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৫:৩৭ key status

শিলিগুড়িতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শিলিগুড়িতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রওনা হলেন সভাস্থলের উদ্দেশে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন