Lok Sabha Election 2024

কংগ্রেস যেন লোকসভায় ৪০টা আসন পায়, মমতা-মন্তব্য টেনে রাজ্যসভায় মোদীর ঠেস রাহুলদের

কংগ্রেসকে আক্রমণ করতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বলা কথা নিয়ে বিরোধী জোটের অস্বস্তি বাড়ালেন মোদী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৪
নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে সম্ভবত বুধবারই ছিল প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতা। লোকসভা নির্বাচনের মুখে সেই বক্তৃতায় রাজনীতির কথাই বেশি শোনা গেল। সেই কথায় বিরোধী জোটকে খোঁচাও দিলেন মোদী। সেই প্রসঙ্গেই জোট ইন্ডিয়ার প্রধান দল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য।

Advertisement

গত শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ সবে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছে। তার পরেই কলকাতায় নিজের ধর্না মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ‘‘কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না!’’ বাংলায় যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না, সেটা অনেক আগেই বুঝিয়েছিলেন মমতা। শুক্রবার সর্বভারতীয় ক্ষেত্রেও জোটের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গিয়েছে মমতার বক্তব্যে। এ বার সেই বক্তব্যকেই মোদী কংগ্রেসকে আক্রমণের হাতিয়ার করলেন। ‘প্রার্থনা’ও করলেন, কংগ্রেস যেন কমপক্ষে ৪০টা আসন পায় লোকসভা নির্বাচনে।

সোমবার লোকসভার পরে বুধবার রাজ্যসভায় একই ঢঙে কংগ্রেসকে নিয়ে শ্লেষ ছিল মোদীর কথায়। তিনি বলেন, ‘‘আজ আমি একটা প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই।’’ এইটুকু যখন বলছেন, তখনই বিজেপি সাংসদদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায়। এর পরেই রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা জোট ইন্ডিয়ার চেয়ারপার্সন মল্লিকার্জুন খড়্গেকে লক্ষ্য করে বলেন, “পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা ৪০-ও পার করতে পারবেন না। আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেন ৪০টা বাঁচাতে পারেন।’’

শুক্রবার কংগ্রেস সম্পর্কে মমতা এমনটাও বলেছিলেন যে, ‘‘আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থানে তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।’’ মমতার ওই মন্তব্য নিয়ে কংগ্রেসের মধ্যে আগে থেকেই অস্বস্তি ছিল। বুধবার সেটা আরও বাড়িয়ে দিলেন মোদী। প্রসঙ্গত, রাজ্যসভায় তাঁর বক্তৃতায় খড়্গে একটা ‘ভুল’ করেছিলেন। মোদীকে খোঁচা দিতে গিয়ে মুখ ফস্কে বলে ফেলেছিলেন, ‘‘এ বার ৪০০ পার করবে বিজেপি।’’ বুধবার মোদী সেই প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘‘ওঁর ইচ্ছা যেন পূর্ণ হয়।’’

বিজেপি একা ৩৭০ এবং এনডিএ ৪০০ পার করবে বলে সোমবারই সংসদের নিম্নকক্ষে দাবি করেছিলেন মোদী। আর উচ্চকক্ষেও কথাপ্রসঙ্গে সে কথা মনে করিয়ে দেন। কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে রসিকতা করেই দলের লক্ষ্য বুঝিয়ে দেন। বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের কথা। সেই সময়ে বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে বলেন, ‘‘আমি ৩৭০ ধারার কথা বলছি। যে সংখ্যক আসনে জিতব সেটার কথা বলিনি।’’

Advertisement
আরও পড়ুন