Lok Sabha Election 2024

লোকসভার আগে কংগ্রেস ধাক্কা খেল ঝাড়খণ্ডে, একমাত্র সাংসদ গীতা কোড়া চলে গেলেন বিজেপিতে

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া এবং তাঁর স্ত্রী গীতা ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭
গীতা কোড়া।

গীতা কোড়া। ছবি: সংগৃহীত।

লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে কংগ্রেসকে ধাক্কা বিজেপি। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী তথা সিংভূমের সাংসদ গীতা কোড়া সোমবার যোগ দিয়েছেন বিজেপিতে।

Advertisement

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া এবং তাঁর স্ত্রী গীতা ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটে ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের এক মাত্র প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন গীতা। সোমবার রাঁচীতে বিরোধী দলনেতা বাবুলাল মরান্ডির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার পরে গীতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের অভিযানে শামিল হতেই বিজেপিতে যোগ দিলাম।’’

অতীতে বিজেপির সমর্থনে নির্দল বিধায়ক মধু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়ে নজির গড়েছিলেন। মধুর পাশাপাশি কয়লা ব্লক বণ্টন দুর্নীতি সংক্রান্ত বেআইনি অর্থ লেনদেনের একাধিক মামলায় গীতাও অভিযুক্ত। দলত্যাগের নেপথ্যে তার ‘ভুমিকা’ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। প্রসঙ্গত, সিংভূমের হো জনজাতি গোষ্ঠীর উপর প্রভাব রয়েছে কোড়া দম্পতির। লোকসভা ভোটে বিজেপি তার সুফল পেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন