মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
জলপাইগুড়ির সভা শেষে ইন্দ্রনীল সেনকে গান গাইতে বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ডেকে নেন মেয়েদের। তাঁদের হাত ধরে গানের তালে তালে পা মেলান মমতা নিজে।
বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে দু’জনকে গ্রেফতার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। ওরা বলল বাংলা নিরাপদ নয়। ভুলে গেছে, বেঙ্গালুরু আলাদা বাংলা আলাদা। ওদের বাড়ি কর্নাটকে। দু’ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়ে ছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে।’’
বালুরঘাটে অমিত শাহের সভাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘মুসলিম, রাজবংশী, হিন্দু, তফসিলি, আদিবাসী, খ্রিস্টানদের বিয়ের নানা পদ্ধতি আছে। কোনও ঐতিহ্য থাকবে না। সব কেড়ে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেলেন, সবাইকে লটকে দেবেন।’’
জলপাইগুড়িতে প্রচারে গিয়ে মোদীর ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা। বললেন, ‘‘আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।’’
‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রে আমরা সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে নয়। দেশের ক্ষেত্রে বিষয়টা আমরা আলাদা করে বুঝে নেব। এখানে ওরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।’’
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘আপনারা বলছেন বাংলাকে টাকা দেবেন না। তাহলে আমাদের থেকেও টাকা নেবেন না। কেন বাংলা থেকে টাকা নিয়ে যান?’’ গত পাঁচ বছরে কেন্দ্র বাংলা থেকে জিএসটি বাবদ ৬,৮০,০০০ কোটি টাকা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
জলপাইগুড়িতে গিয়ে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বলেন, ‘‘ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি।’’
বিধানসভায় তৃণমূলের হার নিয়ে আক্ষেপ করেন মমতা। বলেন, ‘‘বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলেন। ওঁর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। এটা আমার দুঃখ। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ আমরা করেছি।’’
দীর্ঘমেয়াদি ভোট নিয়ে জলপাইগুড়িতে হতাশার কথা জানান মমতা। বলেন, ‘‘তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?’’
জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, ‘‘গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব।’’
জলপাইগুড়িতে নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে এটি তাঁর দ্বিতীয় সভা।