Lok Sabha Election 2024

দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিক ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে পদ থেকে সরাল কমিশন

কমিশন সূত্রে খবর, ২২ মে, বুধবার দুপুর ৩টের মধ্যে ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে আইএএস অফিসারের নাম প্রস্তাব করতে হবে। দু’টি পদের জন্য তার মধ্যে থেকে এক জন করে অফিসারকে বাছা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৩:২০
আবার কমিশনের নির্দেশে আধিকারিক বদলি।

আবার কমিশনের নির্দেশে আধিকারিক বদলি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসককে (বসিরহাট) পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে পদ থেকে সরানো হয়েছে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিককেও। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দু’জনের কেউই নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

Advertisement

কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় অতিরিক্ত জেলাশাসকের (বসিরহাট) পদে ছিলেন আইএএস অফিসার দিব্যা লোঙ্গানাথন। আর দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে ছিলেন আইএএস অফিসার রশ্মি কমাল। এই দুই আইএএসকে পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে রাখা যাবে না বলেও জানিয়েছে তারা। কমিশন সূত্রে খবর, ২২ মে, বুধবার দুপুর ৩টের মধ্যে ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে আইএএস অফিসারের নাম প্রস্তাব করতে হবে। তার মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে। তবে, ঠিক কী কারণে এই দু’জন আইএএস আধিকারিককে পদ থেকে সরানো হল তা স্পষ্ট নয়।

ভোট ঘোষণার পর থেকেই কমিশন বিভিন্ন সময় একাধিক সরকারি আধিকারিককে পদ থেকে সরিয়ে দিয়েছে। সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। এর আগে, গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। তিনি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে। তবে, শুধু ধৃতিমানই নয়, পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়েছে কমিশন। এ ছাড়াও, আরও তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। ওই তিন পুলিশ আধিকারিকই পূর্ব মেদিনীপুর জেলার। এ বার কমিশন সরাল দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক এবং বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককেও।

Advertisement
আরও পড়ুন