Lok Sabha Election 2024

দুপুরে সরিয়ে রাতেই বহরমপুরে নয়া আইসি-কে নিয়োগ করল নির্বাচন কমিশন, উদয়শঙ্করের জায়গায় সৌনক

বুধবার নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ করেন, তাঁকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০২৪ ০১:০৮
ECI

জাতীয় নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

বহরমপুর থানায় নতুন ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি)-কে নিয়োগ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে সৌনক তরফদারকে নতুন আইসি হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি এর আগে রাজ্য পুলিশের এসটিএফে ইনস্পেকটর পদে ছিলেন। দুপুরেই বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। তবে কী কারণে তাঁকে সরানো হল, কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ওই আইসি-কে সরিয়ে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে তিন জনের প্যানেল থেকে এক জনকে নতুন আইসি হিসাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। তার পরেই ওই পদে সৌনককে নিয়োগ করা হল।

Advertisement

বুধবার নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ করেন, তাঁকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে কমিশনকে আরও একটি চিঠি দিয়ে বহরমপুর থানার আইসি উদয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। দুপুরেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় কমিশন।

কিছু দিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। তার পর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙা থানার দুই ওসিকে সরানো হয়। এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

Advertisement
আরও পড়ুন