CPM

আগাম দেওয়াল লেখা শুরু সিপিএমের

দেওয়ালের দলের চিহ্ন এবং ‘আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী’ বলে লিখে বাকি জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে।

Advertisement
সুজাউদ্দিন বিশ্বাস
জলঙ্গি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪৮
কংগ্রেসের সঙ্গে আসন ভাগ এখনও হয়নি। এর মধ্যে দেওয়াল লিখন সিপিএমের। জলঙ্গিতে।

কংগ্রেসের সঙ্গে আসন ভাগ এখনও হয়নি। এর মধ্যে দেওয়াল লিখন সিপিএমের। জলঙ্গিতে। —নিজস্ব চিত্র।

এ রাজ্যে বাম-কংগ্রেসের জোট নিয়ে আশায় বুক বাঁধছেন দু’দলের দলের নেতারাই। দিনকয়েক আগে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মুর্শিদাবাদে ঢুকলে একাধিক বাম নেতা তাঁর সঙ্গে দেখা করেছেন। তাতে জোটের আশা আরও উজ্জ্বল হয়েছে।

Advertisement

কিন্তু এই পরিস্থিতিতে জলঙ্গি বিধানসভা এলাকার কিছু জায়গায় সিপিএম কর্মীরা কাস্তে-হাতুড়ির ছাপ দিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। ‘আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী’ বলে বাকি জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে।

তবে রাজ্যের আর কোনও লোকসভা কেন্দ্রে এই ছবি এখনও দেখা যায়নি বলেই রাজনীতির কারবারিদের একাংশের দাবি। জলঙ্গি বিধানসভার সাগরপাড়া এলাকায় বেশ কিছু দেওয়ালে রবিবার থেকে লেখা শুরু করেছেন সিপিএমের কর্মী-সমর্থকেরা।

দেওয়ালের দলের চিহ্ন এবং ‘আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী’ বলে লিখে বাকি জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে।

সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলছেন, ‘‘হয় তো নিচুতলার কিছু কর্মী আবেগের বশে এটা করে ফেলেছেন। আমাদের পক্ষ থেকে এমন কোনও নির্দেশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। কেবলমাত্র দেওয়াল দখলের নির্দেশ দেওয়া হয়েছে। বাম-কংগ্রেস জোট নিয়ে আমরাও আশাবাদী।’’

অন্যদিকে, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের বিষয়টি দু’ দলের নেতৃত্ব ঠিক করবেন। সেই সময় পর্যন্ত উভয় দলের নিচুতলার কর্মীদের উচিত, নেতৃত্বের উপর ভরসা রাখা এবং তাঁদের সিদ্ধান্তকে
মান্যতা দেওয়া।’’

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের যদিও দাবি, গত লোকসভা নির্বাচনেও এমন ঘটনায ঘটেছিল এখানে।

শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াই হয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। তাতে জয় ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূলের আবু তাহের খান।

এই কেন্দ্র নিয়ে কি এ বারও একই জট তৈরি হবে? গত বার মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা বলেন, ‘‘সিপিএম দেওয়াল লিখেছে। আমাদের দলের কেউ লেখেনি। ফলে সে বিষয়ে উত্তর দিতে পারবেন ওই দলের নেতারা। আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, কে, কোথায় প্রার্থী হবেন। তাঁদের নির্দেশ পাওয়ার পরেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আমাদের জানাবেন। আমাদের কর্মী-সমর্থকরা দলের নেতৃত্ব মেনে
কাজ করবে।’’

এই দেওয়াল লিখনের প্রভাব বাম-কংগ্রেস জোটের আলোচনায় পড়বে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আরও পড়ুন
Advertisement