Lok Sabha Election 2024

হরিনাম-ইফতার, ছুটছেন প্রার্থীরা

ভোট মরসুমে এ বার পুরুলিয়ার গ্রামাঞ্চলে ধর্মীয় অনুষ্ঠানের আসরে বিভিন্ন দলের প্রার্থী ও নেতাদের আনাগোনা দৃশ্যতই বেড়েছে।

Advertisement
দেবাশিস বন্দ্যোপাধ্যায় , সমীরণ পাণ্ডে
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০৮:০৩
হরিবোলের আসরে নেপাল মাহাতো। কোটশিলার ডুড়গু গ্রামে।

হরিবোলের আসরে নেপাল মাহাতো। কোটশিলার ডুড়গু গ্রামে। ছবি-দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

ভোট মরসুমে হরিনাম সঙ্কীর্তন থেকে ভাগবতপাঠ, পুরাণপাঠের আসর বা ইফতার পার্টি— কোথাওই জনসংযোগে ফাঁক রাখতে চাইছেন না প্রার্থীরা। রীতিমতো রেষারেষি চলছে তাঁদের মধ্যে। কোনও প্রার্থী কীর্তনিয়াদের দলে ভিড়ে মন্দিরে পাক দিচ্ছেন, কেউ বা হরিমন্দিরে মাথা ঠুকছেন।

Advertisement

ভোট মরসুমে এ বার পুরুলিয়ার গ্রামাঞ্চলে ধর্মীয় অনুষ্ঠানের আসরে বিভিন্ন দলের প্রার্থী ও নেতাদের আনাগোনা দৃশ্যতই বেড়েছে। কারণ দু’টি। প্রথমত, আসরগুলিতে দর্শক হিসেবে থাকা হাজার-হাজার মানুষের কাছে প্রার্থীদের উপস্থিতি নীরবে তাঁদের প্রচারের কাজ এগিয়ে দিচ্ছে। তা ছাড়া দেশের রাজনীতিতে এখন ধর্ম-যোগ চলছে। ফলে, কে, কতটা ‘ধর্মপ্রাণ’ সেটা বোঝানোর বাড়তি তাগিদ তৈরি হয়েছে অধিকাংশ প্রার্থীর মধ্যে।

গরমের শুরুতে কয়েক মাস ধরে গ্রামবাংলায় হরিনাম সঙ্কীর্তনের আসর বসে। পুরুলিয়াও ব্যতিক্রম নয়। সেই সব আসরে যোগ দেওয়ার প্রথম সারিতে রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো থেকে বামফ্রন্ট সমর্থিত কং‌গ্রেস প্রার্থী নেপাল মাহাতোও। প্রার্থীদের কেউ কেউ প্রচার কর্মসূচির রুটে হরিনাম সঙ্কীর্তনের আসরও রাখছেন।

রবিবার কোটশিলার ডুড়গুতে হরিনামের আসরে গিয়ে কীর্তনিয়াদের সঙ্গে মন্দির প্রদক্ষিণ করেন কংগ্রেস প্রার্থী নেপাল। পরের দিন সেখানেই যান তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো।

পুরুলিয়ায় ইফতার পার্টিতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো।

পুরুলিয়ায় ইফতার পার্টিতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো।

সূত্রের দাবি, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় ইতিমধ্যে আড়শার হেঁসলা, পুয়াড়া, পুরুলিয়া ২ ব্লকের গোলামারা, মানবাজারের ডুমুরিয়া, ঝালদার গোকুলনগর, পুস্তি, বেঙ্গ, বলরামপুরের কালীতলা, চাকুলিয়া, পাড়া থানার শাঁকড়া-সহ নানা জায়গায় হরিনামের আসরে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী শান্তিরাম গিয়েছেন বলরামপুরের কালীতলা, ঝালদা ২ ব্লকের বড়রোলা, ঝালদার বেঙ্গ, আড়শার পুয়াড়া, কাঁটাডি, পুরুলিয়া ১ ব্লকের চাকোলতোড়, পুঞ্চার কুঁধুড়কার হরিনামের আসরে। পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থী নেপালও। তিনি হরিনামের আসরে গিয়েছেন পুরুলিয়া ২ ব্লকের গোলামারা, কোটশিলার ডুড়গু-সহ বিভিন্ন জায়গায়। সূত্রের দাবি, আসর আয়োজনে নানা ভাবে ‘পাশে’ থাকছে কোনও কোনও দলও।

রামের নাম জুড়ে ভোট টানার চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। পুরুলিয়া ১ ব্লকের চাষমোড়ে রামচরিতমানস পাঠের আসরে গিয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময়। তিনি ভাগবতপাঠের আসরে যোগ দিয়েছেন বাঘমুণ্ডির পারমটিকর, নোয়াডি, বিরুডি, বিদরীতে। তৃণমূল প্রার্থী শান্তিরাম আড়শার বেলডিতে পুরাণপাঠে যোগ দিয়েছেন। পুরুলিয়া শহরের ইফতারপার্টিতেও গিয়েছেন শান্তিরাম। শুধু প্রার্থীরাই নয়, এই সব ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে দলের জেলার প্রথম সারির নেতৃত্বকেও। প্রার্থীদের দাবি, ভোটের প্রচারে নয়, মানুষের ডাকেই তাঁরা ধর্মীয় অনুষ্ঠানের আসরে যোগ দিচ্ছেন। তবে রেষারেষি যে আছে, তা স্পষ্ট প্রার্থীদের কথাতেই। বিজেপি প্রার্থী জ্যোতির্ময়ের কথায়, ‘‘হরিনাম সঙ্কীর্তন, রামচরিতমানস পাঠ, ভাগবতপাঠ, নবকুঞ্জ— সব মিলিয়ে দুশোর বেশি জায়গায় গিয়েছি।’’ পাল্টা তৃণমূল প্রার্থী শান্তিরামের দাবি, ‘‘কত আসরে গিয়েছে, সে হিসেব কি আছে!’’ কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান, মানুষ উৎসবে আমাদেরও শামিল করতে চান। সেই ইচ্ছার সম্মান জানাতেই হয়। এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন।’’

Advertisement
আরও পড়ুন