ভিতরে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে বিজেপির দল! হুমকি বিজেপি নেতার, পাল্টা জবাব তৃণমূলের

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২৩:১৯

—প্রতীকী ছবি।

ভয়ের কোনও কারণ নেই। এ বারের ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভিতরে। আর বাইরে থাকবে বিজেপির দল। প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার রাতে ওন্দার দুবড়াকোন গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে নির্বাচনী পথসভা করতে যান ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ। সেখানে বক্তৃতা করতে গিয়ে অমরনাথ বলেন, ‘‘গত দশ বছরেরও বেশি সময় ধরে এলাকায় যে ভয়ভীতির পরিবেশ ছিল, এ বারের ভোটে তা আর থাকবে না। আপনারা জেনে রাখুন, এ বার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভিতরে আর বিজেপির সৈনিকেরা থাকবেন বাইরে। গত লোকসভায় আপনারা আমাদের জিতিয়েছেন। বিধানসভাও জিতিয়েছেন। ওন্দা ব্লকে ২০০টিরও বেশি আসনে বিজেপিকে আপনারাই জিতিয়েছেন। এ বার আর ভয়ভীতির কোনও জায়গা নেই। এ বার আর ভোট লুট হতে দেব না আমরা।’’ পরে নিজের বক্তব্যের সমর্থনে অমরনাথ বলেন, ‘‘গত ১২ বছর ধরে তৃণমূল শুধু ভোট লুট করেছে। এ বার আর আমরা তা হতে দেব না। কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকবে আর সাধারণ মানুষ যাতে তাঁদের ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে দিতে পারে, তার জন্য ক্যাম্প করে থাকবে বিজেপির নেতা-কর্মীরা।’’

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পাল্টা বলেন, ‘‘বিজেপির ওই বিধায়ক কখনও বলছেন ট্রিটমেন্ট করে দেব। বিজেপির প্রার্থী বলছেন হাত পা ভেঙে দেব। ৪ জুনের পর এ সব করার জন্য তাঁরা থাকবেন তো? মানুষ ৪ জুন তাঁদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে না তো? আসলে মানুষ তাঁদের আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে। বিষ্ণুপুর-সহ সমগ্র রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই জয়ী হবে।’’

Advertisement
আরও পড়ুন