Lok Sabha Election 2024

আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!

রবিবার খানাকুলে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। পার্টি অফিসের সামনে গাড়ি রেখে গ্রামে প্রচার করতে ঢোকেন তিনি। ফিরে এসে দেখেন, তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ১৫:৩৮
প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ (বাঁ দিকে), ভাঙচুরের পর মিতালির গাড়ি (ডান দিকে)।

প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ (বাঁ দিকে), ভাঙচুরের পর মিতালির গাড়ি (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

পার্টি অফিসের সামনে গাড়ি দাঁড় করিয়ে গ্রামে ঢুকেছিলেন প্রচার করতে। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ ফিরে এসে দেখেন, তাঁর গাড়ি চুরমার! তৃণমূলের অভিযোগ, বিজেপি গাড়ি ভাঙচুর করেছে। পাল্টা বিজেপির দাবি, জনরোষের শিকার হয়েছেন তৃণমূল প্রার্থী। সব কিছুর জবাব দেবেন মানুষ, ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন, প্রতিক্রিয়া প্রার্থীর।

Advertisement

রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি। খানাকুলের পলাশপাই ১ অঞ্চলের বরখনতলার মোস্তফাপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে গাড়ি রেখে গ্রামের ভিতরে প্রচার করতে যান তিনি। মিতালি যখন গ্রামে ঘুরে ঘুরে প্রচার করছেন, তখনই খবর আসে প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। প্রচার ফেলে গাড়ির কাছে ছুটে যান মিতালি। তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূল প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের চেয়ারপার্সন স্বপন নন্দী বলেন, ‘‘আমাদের প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়েছিলেন। পার্টি অফিসের সামনে রাখা ছিল তার গাড়ি। বিজেপির ছেলেরা সেই গাড়ি ভাঙচুর করে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।’’

বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ‘‘যে ঘটনাটি মোস্তফাপুরে ঘটেছে তা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। জনরোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরেও ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কিছুই করেনি। বেকার ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। বাড়ির টাকা খেয়ে ভোট চাইতে গিয়েছে! এতেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এর পিছনে সিপিএমের কিছু লোকের উস্কানি রয়েছে। এখানে বিজেপির কোনও দোষ নেই।’’

প্রার্থী মিতালি বলছেন, ‘‘ধিক্কার জানানো ছাড়া আর কী করার আছে! একটা মহিলার উপর আক্রমণ হল। এত ভয় কিসের? যোগ্য জবাব মানুষ দেবেন। মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি। ৪ জুনের জন্য অপেক্ষা করুন।’’

Advertisement
আরও পড়ুন