WBJEE Results 2024

প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের ফলাফল, কোথায় কী ভাবে দেখা যাবে র‌্যাঙ্ক?

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা নিজেদের র‌্যাঙ্ক অনলাইনে জেনে নিতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১০:৪০
WBJEE 2024.

প্রতীকী চিত্র।

৬ জুন, বৃহস্পতিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। এই মর্মে ৫ জুন, বুধবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বোর্ডের সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

কী ভাবে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন?

১. পরীক্ষার্থীদের প্রথমে www.wbjeeb.nic.in কিংবা www.wbjee.in-এর মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. এর পর এগজ়ামিনেশন বিভাগে গিয়ে ‘ডব্লিউবিজেইই’ বিকল্পটি বেছে নিতে হবে।

৩. ওই বিকল্পটি বেছে নেওয়ার পর ‘ডব্লিউবিজেইই রেজ়াল্ট ২০২৪’-এ ক্লিক করতে হবে।

৪. নির্দিষ্ট ট্যাবে অ্যাডমিট কার্ড-এর নম্বর, জন্মতারিখের মতো তথ্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের।

৫. পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর এবং র‌্যাঙ্ক দেখে নিতে পারবেন।

৬. পরবর্তী সময়ে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকেই র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে।

পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছিলেন, সদ্যই অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ছিল লোকসভা নির্বাচন। তাই রাজ্য জয়েন্টের ফল কিছুটা দেরিতে প্রকাশ করা হল। প্রসঙ্গত, চলতি বছরের পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে।

সূত্রের খবর, এ বারে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন। ২০২৪-এর পরীক্ষাটি রাজ্যের ৩২৫টি কেন্দ্রের পাশাপাশি, ত্রিপুরার ২টি এবং অসমে ১টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছিল।

পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে উত্তীর্ণেরা রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন