WBJEE

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের আসন বরাদ্দের ফল প্রকাশিত, জেনে নিন কী ভাবে দেখবেন রেজাল্ট?

১৪ অক্টোবর এই ফল প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা আসন বরাদ্দের ফলাফলটি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট-wbjeeb.nic.in-এ গিয়ে দেখতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৪:৩৬
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের আসন বরাদ্দের ফল প্রকাশিত

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের আসন বরাদ্দের ফল প্রকাশিত সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জয়েন্টের প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এই ফল প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা আসন বরাদ্দের ফলাফলটি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট-wbjeeb.nic.in-এ গিয়ে দেখতে পারবেন। বরাদ্দ আসনগুলি নিশ্চিত করার জন্য প্রার্থীদের আসন গ্রহণের জন্য ধার্য মূল্য ৫০০০ টাকা জমা দিতে হবে। প্রার্থীদের এর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির জন্য সমস্ত নথি যাচাই করাতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন ১৭ অক্টোবর সন্ধে ৬ টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বা ওয়েবসাইটে গিয়ে তাঁদের জন্য বরাদ্দ সময় ও ভর্তি প্রক্রিয়ার আবশ্যিক শর্তগুলি দেখে নিতে হবে।

Advertisement

আসন বরাদ্দের দ্বিতীয় রাউন্ডের ফলাফলটি আগামী ২০ অক্টোবর ঘোষণা করা হবে।

কী ভাবে প্রার্থীরা ফলাফলটি দেখবেন?

১. প্রথমেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট-wbjeeb.nic.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড ১ফর ডাব্লিউবিজেইই আর্কিটেকচার অ্যান্ড জেইই মেইন সিটস কাউন্সেলিং ২০২২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এখানে লগ ইন ডিটেলস দেওয়ার পরই সিট অ্যালটমেন্টের রেজাল্টটি স্ক্রিনে দেখা যাবে।

৪. এর পর বরাদ্দ মূল্যটি জমা দিয়ে রেজাল্টটি প্রার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন