Upper Primary Counseling Date

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে! বিবৃতি ব্রাত্যের

১৬ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এস‌এসসি)। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮

সংগৃহীত চিত্র।

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে বিশেষ জোর শিক্ষা দফতরের। দফায় দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে আগেই বহু চাকরিপ্রার্থীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এ বার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাধিক কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণ করা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে বিবৃতিও প্রকাশ করেছেন তিনি।

Advertisement

বিবৃ্তিতে শিক্ষামন্ত্রী বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগেই সিলমোহর দিয়েছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা আর দ্রুততার সঙ্গে সাড়ে আট হাজারেরও বেশি কর্মপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডেকে সাড়ে ছয় হাজারের বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে ধরিয়ে দিয়েছেন অনুমোদন পত্র। এখন লক্ষ্য এই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে ঘোষিত শূন্যপদ দ্রুত পূরণ করা যায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আরো আলোকজ্বল বাংলা গঠনের প্রতিশ্রুতি হয়ে উঠুক আমাদের সুস্পষ্ট পদক্ষেপ।

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ১৬ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এস‌এসসি)। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে খবর। কয়েক দিনের মধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিং এর সূচিও প্রকাশ করা হবে।

প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৭২। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিং- এ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে ২,০৭২টি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের। প্রশ্ন উঠছে, তা হলে সকল অপেক্ষারত প্রার্থীকে কবে ডাকা হবে?

কমিশন সূত্রে খবর, এসএসসির নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখন‌ও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা না-আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, সুপরিশপত্র পাওয়ার পর ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয়, তা হলে ধরে নেওয়া হবে ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “আমরা যতটুকু নিয়ম জানি, তাতে যাঁরা ইতিমধ্যেই কাউন্সেলিং-এ স্কুল পছন্দ করেছেন, তাঁদের জয়েনিং সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটেড হবে না। আমাদের কাছে খবর আছে যাঁরা স্কুল পছন্দ করেছেন, তাঁদের অনেকে যোগ দেবেন না সেই স্কুলে। এই ‘নন জয়েনিং ভ্যাকেন্সি’ আপডেট করেই ওয়েটিং লিস্টের কাউন্সেলিং করা উচিত ছিল। তা হলে ভ্যাকেন্সি নিয়ে কোন‌ও বিতর্ক হত না।”

২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং ২৫ অক্টোবর শীর্ষ আদালতের রায় অনুযায়ী ১৪,০৫২ জন প্রার্থীর কাউন্সেলিং হ‌ওয়ার কথা। পরবর্তী কালে আদালতের নির্দেশ মতো এই তালিকা থেকে ৯৬ জনের নাম বাদ দেওয়া হয় এবং তারও পরে আর‌ও দশ জন চাকরি প্রার্থীর নাম যুক্ত করা হয়। সব মিলিয়ে মোট চাকরিপ্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার ৯৬৬ জন।

স্কুল সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য ২৪ ডিসেম্বরের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের প্রথম রাউন্ডের কাউন্সেলিং সম্পন্ন করা। তবে এখন‌ও সম্পূর্ণ তালিকা তৈরি হয়নি। এই তালিকা তৈরি হলে ক’দিন কাউন্সেলিং হবে, তা নির্দিষ্ট করে বলা যাবে।”

Advertisement
আরও পড়ুন