বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ বিভিন্ন বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য তাঁদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।
বিশ্ববিদ্যালয়ে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য আর্টস, কমার্স এবং সায়েন্স ফ্যাকাল্টির নানা বিভাগে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। পড়ুয়ারা যে সমস্ত বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন, সেগুলি হল— বাংলা, ইংরেজি, বাণিজ্য, অর্থনীতি, ইতিহাস, লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, দর্শন, সাঁওতালি, সমাজবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত, রিমোট সেন্সিং ও জিআইএস, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রাণিবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, পরিবেশবিদ্যা, মৎস্যবিজ্ঞান, ভূগোল, জীবনবিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং ফিজ়িওলজি। এর মধ্যে সর্বাধিক আসন রয়েছে গণিত বিভাগে, ২৪টি।
প্রতি বিভাগে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে পাঁচ শতাংশ নম্বর ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৭০০ এবং ১০০০ টাকা। আবেদনের শেষ দিন ১ মে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।