WB Govt Job Recruitment 2025

রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরে কাজের সুযোগ, শূন্যপদ ১১টি

আগ্রহীদের এর জন্য সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:১৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যের জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দফতরের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দফতরের একটি প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট দফতরের ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন প্রজেক্টের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১১। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজের দক্ষতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনকারীদের অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক হতে হবে। পাশাপাশি, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট বা ডিভিশনাল অ্যাকাউন্টস অফিসার পদে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৩ বছর। নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হবে সরকারি নিয়ম মেনে।

আগ্রহীদের এর জন্য সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে উক্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন