সংগৃহীত চিত্র।
প্রকাশিত হল ২০২৫-এর স্কুল স্তরে প্রাথমিকের বার্ষিক ছুটির ক্যালেন্ডার। এত দিন পর্যন্ত প্রাথমিক স্কুলগুলিতে থাকত না টানা পুজোর ছুটি। এ বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে প্রাথমিকেও পুজোর ছুটি টানা দেওয়া হল। প্রায় ২৫ দিন পুজোর ছুটি পাবে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষাকর্মীরা। অন্য দিকে গরমের ছুটি মিলবে মাত্র ন’দিন। সরকারের এই সিদ্ধান্তে উঠছে প্রশ্ন। ২০২৪ শিক্ষাবর্ষতে গরমের ছুটি ছিল প্রাথমিকে ১৯ দিন।
উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, ‘‘একই স্কুলে উচু ক্লাসের সঙ্গে নিচু ক্লাসের ছুটির মধ্যে বৈষম্য ছিল এত দিন পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নয়া নির্দেশের ফলে এই বৈষম্য দূর হল। আমরা এতে খুশি’’।
প্রাথমিক স্কুলে দুর্গাপুজোর ছুটি প্রতি বছর চতুর্থী বা পঞ্চমী কাটিয়ে পড়লেও স্কুল খুলে যায় লক্ষ্মী পুজো মিটলেই। অন্য দিকে উচ্চ প্রাথমিক স্কুলে ক্ষেত্রে এই ছুটি থাকে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত। এই বৈষম্যের দূর করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত টানা ছুটি পাবে প্রাথমিক স্কুলগুলিও।
শিক্ষক মহলের একাংশের মতে, পুজোর ছুটির পর পর স্কুল খুলে যাওয়ার ফলে প্রাথমিকের পড়ুয়ারা বেশির ভাগই অনুপস্থিত থাকত স্কুলে। তাঁদের চেষ্টা করেও স্কুলমুখী করা যেত না। সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এই টানা ছুটির ফলে।
২০২৫-র পুজোর ছুটি পড়ছে ২৬ সেপ্টেম্বর থেকে। পড়ুয়ারা ছুটি পাবে টানা ২৫ দিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত। এই ছুটি যে শুধু পড়ুয়াদের জন্য তা নয়, শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই টানা ছুটির সুবিধা পাবেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেকদিন ধরেই ক্ষোভ ছিল যে হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা পুজোর লম্বা ছুটি পেলেও প্রাথমিকের শিক্ষকরা সেই সুযোগ পেতেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে সেই ক্ষোভ প্রশমিত হবে বলে আমরা মনে করি। যদিও মোট ছুটি উভয় ক্ষেত্রেই ৬৫ দিন ছিল এবং এখনও তাই রয়েছে।
এক দিকে যখন পুজোর টানা ছুটি অন্য দিকে গরমের ছুটি পড়ুয়ারা পাবে মাত্র ন’দিন। কিন্তু দেখা গিয়েছে গত কয়েক বছর ধরেই গরমের কারণে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হচ্ছে। চলতি বছরেও নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগে স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং ২০২৫-র গরমের ছুটি ২মে থেকে পড়ার কথা ঘোষণা হওয়ার আগেই স্কুল ছুটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (এএসএফএইচএম)-র রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘‘গত বছরের মধ্যশিক্ষা পর্ষদের মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রীষ্মপ্রধান দেশে তথা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য গরমের ছুটি মাত্র ন’দিন। অথচ পূজাবকাশের ছুটি ২৫ দিন। এই ব্যবস্থা শিক্ষার পরিপন্থী। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মাথায় রাখা হয়নি। কিসের স্বার্থে কেন বারে বারে এই অব্যবস্থা বছরের পর বছর চলছে?’’