WB VC Appointment 2024

যোগ্য প্রার্থী অমিল, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

পুনরায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, বিজ্ঞপ্তিতে প্রকাশ, যাঁরা ইতিমধ্যে এই দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবেদন করেছিলেন, তাঁরা আর আবেদন করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৭

সংগৃহীত চিত্র।

৩৬টির মধ্যে রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ্য প্রার্থী মিলল না। উপাচার্য নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

পুনরায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, বিজ্ঞপ্তিতে প্রকাশ, যাঁরা ইতিমধ্যে এই দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবেদন করেছিলেন, তাঁরা আর আবেদন করতে পারবেন না। রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবেদনকারীর মধ্যে যোগ্য হিসাবে প্রথম যে নামটি এসেছিল, সেই অধ্যক্ষের চাকরির মেয়াদ আর মাত্র চার মাস। আইন অনুযায়ী উপাচার্যকে ছয় মাসের এক্সটেনশন দেওয়া যায়। এত অল্প সময়ের জন্য কাউকে উপাচার্য পদে নিয়োগ করা হলে পুনরায় জটিলতা দেখা দিতে পারত। তাই এই নামটি চূড়ান্ত করা হয়নি। অন্য দিকে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাঁকে আচার্য তথা রাজ্যপাল সরিয়ে দিয়েছিলেন। ফলে তাঁর নাম নিয়েও মতানৈক্য রয়েছে কমিটির সদস্যদের মধ্যে। উল্লেখ্য, উপাচার্য পদে নিয়োগের জন্য মোট ১০ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল।

অন্য দিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য আবেদন করেছিলেন প্রায় ১০০ জন। তার মধ্যে ১৫ জনকে বেছে নেওয়া হয়। সেখান থেকে ঝাড়াই বাছাই করে ডাক পান তিন জন। সূত্রের খবর, তাঁদের মধ্যে কোনও এক উপাচার্য পদপ্রার্থীকে সার্চ কমিটির সদস্যের পছন্দ না হওয়ায় ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছিলেন। তার জেরে বাতিল হয়ে যায় প্যানেল।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্যের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া দু'টি পর্যায়ে সম্পন্ন করা হয়েছে। প্রথম পর্যায় চলে ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। আর দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ গ্রহণ করা হয় নভেম্বর মাসের ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী উপাচার্য নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৯ ডিসেম্বর শীর্ষ আদালতের শুনানির আগে।

প্রসঙ্গত, এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের ১০ বছরের বেশি অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি গবেষণা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন