G20

'ইউনিভার্সিটি কানেক্ট' প্রোগ্রামের মধ্য দিয়ে ভারতের জি২০ সভাপতিত্বের যাত্রা শুরু

১ ডিসেম্বর, বৃহস্পতিবার 'ইউনিভার্সিটি কানেক্ট' প্রোগ্রামের মধ্য দিয়ে ভারতের জি২০ সভাপতিত্বের যাত্রা শুরু হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৮:৪১
জি২০।

জি২০। ছবি-সংগৃহীত।

১ ডিসেম্বর, বৃহস্পতিবার 'ইউনিভার্সিটি কানেক্ট' প্রোগ্রামের মধ্য দিয়ে ভারতের জি২০ সভাপতিত্বের যাত্রা শুরু হয়েছে। জি২০-র এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হবেন দেশের সমস্ত ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউজিসি চেয়ারপার্সন এম জগদীশ কুমার জি২০ বিষয় নিয়ে এমনটাই জানিয়েছেন।

Advertisement

এম জগদীশ কুমার আরও জানিয়েছেন, ভারতের তরফে জি২০-র সভাপতিত্বের সময়কালীন বিশ্ববিদ্যালয় স্তরের সমস্ত শিক্ষার্থী এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করবেন। সম্প্রীতি এবং আশা সৃষ্টির মাধ্যমে ভারত কী ভাবে জি২০-র সভাপতিত্ব দ্বারা অন্য দেশগুলির কাছে আদর্শ স্থানীয় হয়ে উঠতে পারে, তার রূপরেখা তুলে ধরবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জি২০-র 'ইউনিভার্সিটি কানেক্ট' প্রোগ্রামের মধ্যে দিয়ে একত্র হচ্ছেন, তা অভূতপূর্ব একটি বিষয়।

জি২০-র এ বারের সম্মেলনে সভাপতি হিসেবে ভাওরতের মূল লক্ষ্য থাকবে সন্ত্রাস দমন, অর্থনৈতিক মন্দা, জলবায়ু সঙ্কটের মতো বিষয়ের উপর আলোকপাত করা।

Advertisement
আরও পড়ুন