SSC

এসএসসি এসআই পরীক্ষা দিয়েছিলেন? প্রকাশিত হয়েছে প্রথম পত্রের ফলাফল

দিল্লির পুলিশ বিভাগ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস-এর এসআই পুরুষ এবং মহিলা মিলিয়ে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে ফলাফলের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৩:১১
এসএসসি।

এসএসসি। ছবি: সংগৃহীত।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-র তরফ থেকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং দিল্লির পুলিশ বিভাগে এসআই (সাব-ইন্সপেক্টর) পদের পরীক্ষার প্রথম পত্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ধাপে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাঁদের পিইটি (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) বা শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে।

দিল্লির পুলিশ বিভাগ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস-এর এসআই পুরুষ এবং মহিলা মিলিয়ে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে ফলাফলের।

Advertisement
  • ফলাফল দেখার জন্য এসএসসির ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
  • এর পর ‘রেজাল্ট’ লেখার উপর ক্লিক করতে হবে।
  • ‘সিএপিএফ’ বিভাগে যেতে হবে।
  • সেখান থেকেই প্রার্থীরা ফলাফল দেখতে পেয়ে যাবেন।
  • পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

এই ধাপে উত্তীর্ণদের শারীরিক পরীক্ষায় ডাকা হবে। যে সমস্ত প্রার্থী শারীরিক পরীক্ষায় পাশ করতে পারবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে পারলে প্রয়োজনীয় পরবর্তী পর্যায় অনুযায়ী নিয়োগ করা হবে।

এই বিষয় বিস্তারিত জানতে এসএসসি-র ওয়েবসাইটটি দেখুন https://ssc.nic.in/ ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement