সার্কেল অফিসার নিয়োগ এসবিআই-এর সংগৃহীত ছবি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সার্কেল ভিত্তিক অফিসার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ১৮ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। মোট ১৪২২টি শূন্য আসনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগের পরীক্ষাটি অনলাইন মাধ্যমে সম্ভবত ৪ ডিসেম্বর নেওয়া হবে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা :
শিক্ষাগত যোগ্যতা :
আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদন জানাতে গেলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রির মতো কেন্দ্রীয় সরকারের কোনও সমতুল ডিগ্রি নিয়ে পাশ করতে হবে।
বয়ঃসীমা :
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর ধার্য করা হয়েছে।
বাছাই পদ্ধতি :
এই পদে নিয়োগের জন্য প্রথমে পরীক্ষার্থীদের অনলাইনে অবজেক্টিভ প্রশ্নের উপর একটি ১২০ নম্বরের পরীক্ষা এবং রচনাধর্মী প্রশ্নের উপর ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের নথিপত্র যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ার পরে এই পদে নিয়োগ করা হয় ।
আবেদন জানানোর পদ্ধতি :
১. প্রথমে এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-https://sbi.co.in/web/careers-এ যেতে হবে।
২. তার পর হোমপেজের 'অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট অফ সিবিও' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. লিঙ্কে ক্লিক করার পরে লগ ইন ডিটেলস দিয়ে পোর্টালে রেজিস্টার করতে হবে।
৪. এর পর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে আবেদনের জন্য বরাদ্দ অর্থ জমা দিতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ্য, জেনারেল/ওবিসি/ইডাব্লিউএস পরীক্ষার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য ৭৫০ টাকা জমা দিতে হবে । তবে, এসসি/এসটি পরীক্ষার্থীদের আবেদন জানানোর জন্য কোনও টাকা দিতে হবে না।
৫. এ বার সমস্ত তথ্য একবার যাচাই করে নিয়ে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।
৬. এর পর পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।