RRB Group D

রেলওয়ে গ্রুপ ডি-এর পরীক্ষা দিয়েছিলেন? মঙ্গলবার প্রকাশিত হল এর স্কোরকার্ড

মঙ্গলবার আরআরবি-এর তরফে এই স্কোরকার্ড প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা আরআরবি-এর বিভিন্ন অঞ্চলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭
রেলওয়ে গ্রুপ ডি-এর পরীক্ষা।

রেলওয়ে গ্রুপ ডি-এর পরীক্ষা। প্রতীকী ছবি।

আগেই রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার স্কোরকার্ড প্রকাশের কথা জানিয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। মঙ্গলবার আরআরবি-এর তরফে এই স্কোরকার্ড প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা আরআরবি-এর বিভিন্ন অঞ্চলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন।

গত ১৭ অগস্ট থেকে ১১ অক্টোবর বিভিন্ন পর্যায়ে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় যাঁরা পাশ করেছেন, তাঁদের এর পর শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে।

Advertisement

আরআরবি-এর ওয়েবসাইটে গিয়ে স্কোরকার্ডে পরীক্ষার্থীরা পরীক্ষার পার্সেন্টাইল স্কোর, নর্মালাইজড মার্কস এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।

কী ভাবে স্কোরকার্ড দেখবেন পরীক্ষার্থীরা?

  • প্রথমে তাঁদের আরআরবি-এর ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে এর পর আরআরবি গ্রুপ ডি-এর স্কোরকার্ডের লিঙ্কটিতে যেতে হবে।

  • লিঙ্কে ক্লিক করার পর নিজেদের লগ ইন ডিটেলস দিলেই স্কোরকার্ডটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

  • ভবিষ্যতের সুবিধার্থে পরীক্ষার্থীরা স্কোরকার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন