এমডিএস পরীক্ষার সংশোধিত ‘কাট অফ’ নম্বর প্রকাশিত সংগৃহীত ছবি
ন্যাশনাল বোর্ড অফ এগ্জামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) শুক্রবার নিট এমডিএস- পরীক্ষার সংশোধিত ‘কাট অফ’ নম্বরের তালিকা প্রকাশ করল। পরীক্ষার্থীরা নতুন ‘কাট অফ’ নম্বর সরকারি ওয়েবসাইট-natboard.edu.in-এ গিয়ে দেখতে পারবেন।
এই নতুন তালিকায় ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, পাশ করার জন্য ন্যূনতম ‘কাট অফ’ নম্বর কমানো হয়েছে। গত ২৭ মে এমডিএস পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছিল।
পরীক্ষার্থীরা কী ভাবে সংশোধিত ‘কাট অফ’ নম্বর দেখবেন?
১. প্রথমেই সরকারি ওয়েবসাইট-natboard.edu.in-এ যেতে হবে।
২. এ বার এখানে ‘নিট এমডিএস’ ট্যাবটিতে ক্লিক করতে হবে।
৩. এর পর নতুন পেজের নিট এমডিএস সংশোধিত ‘কাট অফ’-এর লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এ বার স্ক্রিনে সংশোধিত ‘কাট অফ’ দেখতে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা সেটি ভবিষ্যতের সুবিধার্থে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
নিট এমডিএস পরীক্ষার রেজাল্টে পরীক্ষার্থীরা যে স্থান অধিকার করেছিলেন, সেটি অপরিবর্তিত থাকছে বলেও জানিয়েছে এনবিইএমএস।