JEE Mains

নভেম্বর থেকে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

যে পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে চান, তাঁদের সরকারি ওয়েবসাইট-jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ২১:৩১
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংগৃহীত ছবি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২০২৩-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্মটি সম্ভবত নভেম্বর মাসে প্রকাশ করবে। আগামী বছর জানুয়ারি ও এপ্রিল মাসে জয়েন্ট এন্ট্রাসের মূল পরীক্ষাটির আয়োজন করা হবে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে চান, তাঁদের সরকারি ওয়েবসাইট-jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

আগামী বছর এনটিএ দু'টি পর্বে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাটির আয়োজন করবে। প্রথম পর্বটি জানুয়ারি মাসে ও দ্বিতীয় পর্বটি এপ্রিল মাসে আয়োজন করা হবে।

Advertisement

জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিতে প্রার্থীদের নাম নথিভুক্তকরণ, আবেনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাসংক্রান্ত তথ্যপূরণ, নথি আপলোড করা, আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্য জমা দেওয়া এবং সব শেষে আবেদনপত্রটি জমা দেওয়ার মতো ধাপগুলি পূরণ করতে হবে।

গত বছর জয়েন্টের মূল পরীক্ষাটি জুন ও জুলাই মাসে আয়োজিত হয়েছিল। প্রায় ১০ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে মোটামুটি ভাবে ৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাটি দিয়েছিলেন।

এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কী কী যোগ্যতামান থাকা প্রয়োজন?

বয়ঃসীমা:

এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনও বয়ঃসীমা রাখা হয়নি।

কোন পরীক্ষায় পাশ করতে হবে?

পরীক্ষার্থীদের কোনও একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।

কোন বছরের পরীক্ষায় পাশ হতে হবে?

পরীক্ষার্থীদের ২০২১ বা ২০২২-এর দ্বাদশ শ্রেণী বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এ ছাড়াও, যারা ২০২৩-এর দ্বাদশ শ্রেণী বা তার সমতুল পরীক্ষাটি দেবেন, তাঁরাও এই জয়েন্ট পরীক্ষাটি দিতে পারবেন।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পরীক্ষার্থীদের কোন কোন বিষয়ে পাশ করতে হবে?

১. ভাষা

২. গণিত

৩. পদার্থবিদ্যা

৪. রসায়ন/জীববিদ্যা/বায়োটেকনোলজি/টেকনিক্যাল বৃত্তিমূলক বিষয়

৫. অন্য যে কোনও বিষয়

এই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের জন্য পরীক্ষার্থীদের এনটিএ-এর সরকারি ওয়েবসাইট-nta.nic.in-এ নজর রাখতে হবে।

আরও পড়ুন
Advertisement